
এ বার বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতারের দাবি তুললেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। রিয়াই তাঁর ছেলের খুনি বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, 'আমার ছেলেকে বিষ খাইয়েছে রিয়া।' এর আগে, সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা-সহ অন্যান্য অভিযোগ এনেছিলেন কেকে সিং। এ বার তাঁর অভিযোগ, রিয়াই সুশান্তের হত্যাকারী। তিনি বলেছেন, ' আমার ছেলে সুশান্তকে দীর্ঘ দিন ধরে বিষ খাওয়াতো। তাঁর হত্যাকারী ওই মেয়ে। তাঁকে ও তাঁর সহযোগীদের গ্রেফতার করা উচিত তদন্তকারী সংস্থার।' কেকে সিং-এর এই দাবির কিছু সময় আগেই একই কথা শোনা যায় সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির গলায়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা পোস্টে অপরাধীদের অবিলম্বে হেফাজতে নেওয়ার দাবি তোলেন তিনি। তিনি লিখেছিলেন, 'যে মানুষগুলো ওই নৃশংসতম অপরাধ করেছে, তারা কী ভাবে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে? আমার জবাব চাই। অবিলম্বে তাদের হেফাজতে নেওয়া উচিত। #ArrestCulpritsOfSSR।'
এই মামলায় নারকোটিকস ব্যুরোকে তথ্য দিয়ে সাহায্য করতে ইচ্ছুক বলে জানিয়েছেন কঙ্গনা রাণাওয়াত। সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর সুরক্ষার ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন সুশান্তের দিদি। এই মামলায় মাদকের যোগ নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে। এনসিবি-র ডিজি রাকেশ আস্থানা জানিয়েছেন, 'তদন্ত শুরু হয়েছে এবং এই মামলার তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।' এই ঘটনায় মাদকসেবন, ড্রাগ সম্পর্কিত কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। কারণ কয়েকদিন আগেই পাওয়া তথ্য অনুযায়ী সুশান্তকে জোর করে মাদক খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হত। এমনকী দুবাইয়ের ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে মৃত্যুর দিন সুশান্তের দেখাও হয়েছে বলে দাবি তুলেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এ বিষয়ে সুর চড়িয়েছেন কঙ্গনা রানাওয়াতও। প্রথম থেকেই সুশান্তের মৃত্যুতে তিনি তাঁর পরিবারের পাশে আছেন বলে জানিয়েছিলেন। কথা শুনিয়েছেন রিয়া চক্রবর্তীকেও। সুশান্তের মৃত্যুতে মাদকের প্রসঙ্গ আসার পর কঙ্গনা বলেন, 'নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো যদি বলিউডের অন্দরে প্রবেশ করে তাহলে দেখবে একেবারে প্রথম সারির তারকারা কীভাবে মাদকাসক্ত। আর যদি রক্তপরীক্ষা হয়, তাহলে যা রিপোর্ট আসবে তাই দেখে ভিড়মি খাবে লোকজন। আরও কত কেচ্ছা সামনে আসবে। মোদীজি তো স্বচ্ছ ভারত মিশন অভিযানে নেমেছেন। তা বলিউডকে যদি পরিষ্কার করতে চান, তাহলে তা নাম বদলে বুলিউড হয়ে যাবে'।
from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/2YBDiTY
https://ift.tt/3jfmjyP