
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটে এবার নজরে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথে এমনিতেই এবার ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। সেই যুদ্ধক্ষেত্রেই এবার পা রাখতে চলেছেন কৃষক নেতা ()। এবার নন্দীগ্রামের মাটিতে মহাপঞ্চায়েত করবেন তিকাইত। নন্দীগ্রাম যাওয়ার আগে কলকাতার মেয়ো রোডে দলের নেতাদের সঙ্গে দেখা করবেন রাকেশ। ভোটের বাংলায় নন্দীগ্রামে রাকেশ তিকাইতের সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ। এর আগে, মোদীর ব্রিগেড সভার দিনই কৃষক নেতা বলেছিলেন, 'কলকাতায় গিয়েছে সরকার। সুতরাং, আমরাও সেখানে যাব ১৩ মার্চ। কৃষকদের সঙ্গে কথা বলব।' উল্লেখ্য, বাংলা দখলে কার্যত ঝাঁপিয়ে পড়েছে মোদীবাহিনী। সেই প্রেক্ষিতে ভোটের মুখে কৃষক ইস্যু নিয়ে যেভাবে বাংলায় আসার পরিকল্পনা নিয়েছেন কৃষকনেতা, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। অন্যদিকে, কৃষি আইন ইস্যুতে একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে কৃষক বিক্ষোভের আঁচ বাংলার মাটিতে ছড়ানোর হুঁশিয়ারি দিয়ে আদতে কেন্দ্রকেই চাপে রাখার কৌশল নিলেন তিকাইত, এমনটাই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। তিন কৃষি আইন ইস্যুতে দাবি পূরণ না হলে পশ্চিমবঙ্গে ট্র্যাক্টর নিয়ে যাওয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রাকেশ।এই প্রসঙ্গে রাকেশ তিকাইত বলেছিলেন, 'শস্যের দাম বাড়েনি। কিন্তু, জ্বালানির দাম বেড়েই চলেছে। কেন্দ্র যদি এই পরিস্থিতি নষ্ট করে, তাহলে আমরা পশ্চিমবঙ্গেও ট্র্যাক্টর নিয়ে যাব। সেখানেও ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন না কৃষকরা।' কেন্দ্রকে বিঁধে রাকেশ আরও বলেছেন, 'ফসল ফলানোর জন্য কৃষকরা ফিরে যাবেন, এমন ভুল ধারনা যেন না থাকে সরকারের। যদি জোর করা হয়, তাহলে আমরা ফসল জ্বালিয়ে জেব। এমনটা ভাবা ঠিক নয় যে, দু'মাসে বিক্ষোভ শেষ হয়ে যাবে। আমরা ফসলও ফলাবো, বিক্ষোভও দেখাব।'সম্প্রতি তিকাইত জানিয়েছিলেন, রাজনৈতিক সভাতেও যোগ দেবেন কৃষকরা। তিনি বলেছিলেন, 'কমিটির সঙ্গে সরকার বৈঠক করতে রাজি না হলে আমাদের বিক্ষোভ জারি থাকবে। দেশজুড়ে ফসলের ন্যূনতম ও সর্বোচ্চ দাম থাকা উচিত।' টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3rOwrTO
https://ift.tt/2OrIBDG