Top Ad

middle ad

MI vs SRH: বোল্ট-রাহুল চাহারের দাপটে মুম্বই ইন্ডিয়ান্সের কাছেও হারতে হল সানরাইজার্সকে

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথম দু’‌ম্যাচে জয়ের মুখ দেখতে পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। একসময় ঘুরে দাঁড়ানোর পরিস্থিতিও তৈরি করেছিল। কিন্তু শেষরক্ষা হল না। নিজেদের তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হল ১৩ রানে। আগের ম্যাচগুলিতে টস জিতে সব দলই বিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অন্য পথে হাঁটেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ব্যাট করতে নেমে বেশ ভালই শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। পাওয়ার প্লে–র ৬ ওভারের মধ্যেই রোহিত শর্মা–কুইন্টন ডি'ককের ওপেনিং জুটি ৫৩/‌০ তুলে দেয়। সপ্তম ওভারেই ধাক্কা খায় মুম্বই। নিজের প্রথম ওভারেই রোহিত শর্মাকে (‌২৫ বলে ৩২)‌ তুলে নেন বিজয় শঙ্কর। সতর্কভাবে শুরু করেছিলেন। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে ডিপ মিড উইকেটে বিরাট সিংয়ের হাতে ধরা পড়েন। এরপরেই ছন্দ কেটে যায় মুম্বই ইন্ডিয়ান্সের। নিজের দ্বিতীয় ওভারেই মুম্বইয়ের বড় ভরসা সূর্যকুমার যাদবকে (‌৬ বলে ১০)‌ তুলে নেন বিজয় শঙ্কর। সূর্য ফিরতেই রান তোলার গতি স্তব্ধ হয়ে যায় মুম্বইয়ের। পাওয়ার প্লে–র পরের ৮ ওভারে মুম্বইয়ের রান ওঠে মাত্র ৪৫। ১৪ তম ওভারে ফিরে যান কুইন্টন ডিকক (‌৩৯ বলে ৪০)‌। তাঁকে ফেরান মুজিব–উর–রহমান। ঈশান কিশানও (‌১২)‌ এদিন দলকে নির্ভরতা দিতে পারেননি। হার্দিক পান্ডিয়ার (‌৭)‌ ব্যর্থতাও চাপে ফেলে দেয় মুম্বইকে। শেষ পর্যন্ত কিয়েরণ পোলার্ডের (‌২২ বলে ৩৫)‌ ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৫০/‌৫ রান তোলে মুম্বই। হার্দিক পান্ডিয়া, ঈশানদের ব্যর্থতায় পোলার্ড ঝড় না তুললে শেষ ৬ ওভারে ৫২ রান উঠত না মুম্বইয়ের। চিপকের এই বাইশ গজে ১৫০ রান লড়াই করার পক্ষে যথেষ্ট। এদিন ঋদ্ধিমান সাহাকে প্রথম একাদশের বাইরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো। শুরুতে ঝড় তোলেন। যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনেদের বিরুদ্ধে পাওয়ার প্লে–তে দলের বোর্ডে ৫৭/‌০ তুলে দেন। সঙ্গী ওয়ার্নার তখন কার্যত দর্শকের ভূমিকায়। ক্রুনাল পান্ডিয়ার বলে বেয়ারস্টো (‌২২ বলে ৪৩)‌ হিট উইকেট হলেও ভিত গড়ে দিয়েছিলেন। যদিও সেটা কাজে আসেনি। হার্দিকের দুরন্ত থ্রোয়ে ওয়ার্নারের (৩৬) রান আউটে চাপে পড়ে যায় হায়দরাবাদ। এরপর মণীশ পান্ডে(২), বিরাট সিং–সহ মিডল অর্ডারের ব্যর্থতায় হায়দরাবাদের জয়ের আশা শেষ। শেষদিকে কিছুটা লারাইনকরেন বিজয় শঙ্কর (২৮)। ১৩৭ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। হায়দরাবাদকে ভাঙেন বোল্ট ও রাহুল চাহার। দুজনেই ৩টি করে উইকেট নেন। ‌‌ ‌‌ টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3drvKev
https://ift.tt/3uY0zNB
Similar Videos