
এই সময় ডিজিটাল ডেস্ক : অবশেষে ভারতের ঝুলিতে এল আরও একটা ব্রোঞ্জ পদক। জিতলেন ভারতের কুস্তিগীর বজরং পুনিয়া। তিনি কাজাখস্তানের দৌলেত নিয়াজবেকভকে পরাস্ত করেছেন। এই ম্যাচে বজরং ৮-০ ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি ৬৫ কিলোগ্রাম বিভাগে অংশগ্রহণ করেছিলেন। সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল বজরং পুনিয়াকে। সেকারণে তিনি সোনা এবং রুপো জয়ের দৌড় থেকে ছিটকে যান। সেমিতে তাঁকে আজারবাইডানের হাজি এলিয়েভের কাছে হার স্বীকার করতে হয়। এলিয়েভ তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন। এছাড়া তিনি রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন। এই ম্যাচে হাজি বজরংকে ১২-৫ ব্যবধানে পরাস্ত করেন। তবে আজ বজরং পুনিয়ার এই জয়ের পর গোটা দেশে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অলিম্পিকে পদকজয়ী দেশের এই কুস্তিগীরকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, 'চলতি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছেন। ওনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'তোমার জেদ এবং প্যাশন সত্যিই সবাইকে অনুপ্রাণিত করবে। অসাধারণ একটা কৃতিত্ব অর্জন করলে তুমি, গোটা দেশ তোমার উপরে গর্বিত।' টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, 'চলতি টোকিয়ো অলিম্পিক থেকে একটি অত্যন্ত আনন্দের খবর এল। দুরন্ত লড়াই করেছেন বজরং পুনিয়া। এই জয়ের জন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমার এই জন্য প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে। সকল দেশবাসীই যথেষ্ট খুশি।'
from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/2WU6Uhl
https://ift.tt/3fHY6lj