বিশ্ব ক্রিকেট শাসন করছেন কারা, নাম প্রকাশ স্টিভ স্মিথের

এই সময় ডিজিটাল ডেস্ক : ক্রিকেটের সব ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা স্টিভ স্মিথ। যতদিন গেছে তত নিজের ব্যাটিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। টেস্টে দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকা হোক বা টি-২০ তে তাড়াতাড়়ি রান তোলা হোক। সবেতেই সাবলীল। তিনি নিজের কেরিয়ারে এখনও পর্যন্ত অনেক বোলিং লাইন আপকে মাঠের বাইরে পাঠিয়েছেন। আবার অনেক বোলিং লাইন আপের কাছে ধরাশায়ী হয়েছেন। বিশ্বের সব বোলাররা স্টিভ স্মিথকে সামলাতে পারেন না। তবে বিশ্বে এমন বোলার আছেন যাদের সামলাতে স্মিথের কালঘাম ছুটে গেছে। সম্প্রতি একটি টুইটার প্রশ্নোত্তর পর্বে সেই বোলারদের নাম বললেন তিনি। স্মিথকে জিজ্ঞাসা করা হয়, এই মুহূর্তে কোন বোলাররা বিশ্ব ক্রিকেটটে শাসন করছে। জবাবে তিনি বলেন, ভারতের , ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এই চারজনকে স্মিথ সবজায়গার সেরা বোলার বলেন। এখানে দেখার বিষয়, স্মিথ যেই চারজনের নাম বলেছেন তাঁরা সবাই ফাস্ট বোলার। এদের মধ্যে সবথেকে সিনিয়র অ্যান্ডারসন। সময়ের সঙ্গে সঙ্গে যিনি নিজের বোলিংকে আরও ধারালো করে তুলছেন। সম্প্রতি ইংরেজ এই বোলার অনিল কুম্বলের আন্তর্জাতিক ৬১৯টা উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দেন। টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন। স্মিথ আর কামিন্স দুজনেই অস্ট্রেলিয়ার। এর থেকে বোঝা যায় দেশের হয়ে নেট সেশনে কামিন্স বেশ ভালোই চাপে রাখেন স্মিথকে। বুমরাহ এবং রাবাডার কাছে যেকোনও পরিস্থিতিতে বল করার বারুদ মজুদ আছে। সেটা চলতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজেই প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি, নিজের কনুইয়ের চোটের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন স্টিভ স্মিথ। শেষবার তিনি চলতি মরশুমে IPL-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র ৬টা ম্যাচ খেলেছেন। অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। তার আগে স্মিথের সুস্থ হয়ে মাঠে নামাটা খুব জরুরি অজিদের জন্য।


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/2VupcWp
https://ift.tt/3Cuq0ee
close