ভারত কী চীনে Surgical Strike করতে চলেছে?? জেনে নিন বিস্তারিত...

ভারত কী চীনে Surgical Strike করতে চলেছে?? জেনে নিন বিস্তারিত


চীন এর কার্যকলাপ ভারতের ধৈর্য সীমা অতিক্রম করে ফেলেছে। এই মুহূর্তে চীন কে একটা যোগ্য জবাব দেওয়া উচিত। এটা চীনের সঙ্গে কোন রাজনৈতিক দলের লড়ায় নয়, এটা গোটা দেশের লড়ায়। কিন্তু এখনো কিছু কিছু মানুষ আছে যারা ভারতে থাকে ভারতের খায় কিন্তু গুনগান করে চিন-পাকিস্তানের। কাল যখন ওরা জানতে পারলো আমাদের ২০জন বীর সৈনিক শহীদ হয়েছেন, তখন তাদের খুব আনন্দ হয়েছিল। হয় তো আপনারাও দেখেছেন ফেসবুক এর শহীদ দের ছবিতে তাদের হা হা react দিতে। এত হাসি কিসের?? কেনই বা দেশ বিরধিতা?? কিন্তু তাদের কে যখন বলা হয় পাকিস্তান এ চলে যেতে তখন  তারা দেখাতে আসবে দেশপ্রেম। এই জন্যই দরকার NRC। সর্বপ্রথম এই জঞ্জাল গুলো কে দেশ থেকে তাড়াতে হবে।

কাল কের ঘটনায় আমরা সবাই গভীর ভাবে শোকাহত। সবাই চায় এর বদলা নেক আমাদের সেনা। প্রধানমন্ত্রিও তার ভাষণে ঠিক এই রকমি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন "আমরা কোন দেশ কে আগে থেকে উস্কাইনা কিন্তু কোন দেশ আমাদের উস্কালে আমরা তাদের ছেড়ে কথা বলিনা ।" তার সাথে তিনি এটাও বলেন যে "আমাদের সেনার বলিদান বৃথা যাবেনা"। পুলওয়ামা হামলার সময় ও প্রধানমন্ত্রী ঠিক এই শব্দ গুলিই ব্যবহার করে ছিলেন , সে জন্যই ভাবাচ্ছে যে এবার কি তাহলে ভারত চীনে surgical strick করতে চলেছে?

ইতি মধ্যেই চীন থেকে বলা হয়েছে, তারা যুদ্ধ চাই না, শান্তি পূর্ণ ভাবে এর সমাধান চাই। কিন্তু আমরা এখন আর চিন কে সহ্য করবো না। তাদের সৈন্য বল কে আমাদের সেনা রা নষ্ট করে দেবে, তার সাথে সাথে আমাদের কেও এই যুদ্ধে অংশ নিতে হবে। আমরা তাদের হাতে নয় ভাতে মারব। তাদের দেশের সমস্ত পণ্য কে বয়কট করুন। তাদের দেশের তৈরি কোন মোবাইল ফোন , টি.ভি, খেলনা সহ আরও বিভিন্ন জিনিস কে বর্জন করুন। এমন কি চাইনিজ সমস্ত অ্যাপ কেও ডিলিট করুন নিজেদের ফোন থেকে।

নিচে কিছু চাইনিজ অ্যাপের নাম দেওয়া হল যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে এখনি ডিলিট করুন আপনার ফোন থেকে আর চেনা জানা সবাই কেও ডিলিট করতে বলুন।
  • Kwal
  • LiveMe
  • Bigo Live
  • Vigo Video
  • BeautyPlus
  • CamScanner
  • Clash of Kings
  • Mobile Legends
  • ClubFactory
  • shein
  • Romwe
  • AppLock
  • VMate
  • Game of Sultans
  • Mafia City
  • Battle of Empires
  • Tiktok
  • Pubg Game
  • Shareit
  • Xender
দেশের স্বার্থে এই অ্যাপ গুলি ডিলিট করা যেতেই পারে। ইতি মধ্যেই ভারত সরকার আত্মনির্ভর ভারত এর স্বপ্ন পুরনের লক্ষে কাজ করছে। চীন থেকে আমদানি কৃত টায়ারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এমন কি দেশের মধ্যে হওয়া যে সমস্ত কাজ চিনা কম্পানি দ্বারা হচ্ছে, সে কাজ গুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর প্রভাব দেখা দেওয়া শুরু হয়ে গেছে। চীনের সরকারি পত্রিকা "গ্লোবাল টাইম" তাদের প্রতিবেদনে লিখেছে "সিমান্তের ঝামেলার জন্য ব্যাবসিক সম্পর্ক খারাপ করতে চাইনা তারা"। কারন তারা বুঝে গেছে তাদের দুর্দিনের ঘন্টা বেজে গেছে। সব শেষে একটাই কথা বলবো "ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে"। তাই দেশের উন্নতির স্বার্থে এখনি বর্জন করুন চাইনিজ প্রোডাক্ট। আপনি কি আপনার ফোন থেকে চাইনিজ অ্যাপ গুলি ডিলিট করেছেন?? জানান আমাদের কমেন্ট বক্সে।


Share Now On Facebook
Click Here👇👇
close