পরনে টাইট পোশাক, যুবতীকে গুলি করল তালিবানরা

এই সময় ডিজিটাল ডেস্ক: নৃশংস বললেও হয়ত কম বলা হবে। টাইট পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন তরুণী। এই অভিযোগে তাঁকে গুলি করে হত্যা করল তালিবানরা ()। আফগানিস্তানের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, বলক এলাকায় ২১ বছর বয়সী এক তরুণী আঁটোসাঁটো পোশাক পরে রাস্তায় বেরিয়েছিলেন। তাঁর সঙ্গে কোনও পুরুষ ছিল না। আর কেবলমাত্র এই অপরাধের জন্য প্রাণ গেল তরুণীর। প্রকাশ্য রাস্তায় তাঁকে গুলি করে খুন করা হল। ঘটনায় দায় স্বীকার করেছে মুখপাত্র। তবে আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মহিলার পরনে বোরখা ছিল। পুলিশ অফিসার আদিল শাহ জানান, ওই তরুণীর নাম নাজনিন। নিজের বাড়ি সমরকন্দিয়া থেকে বেরিয়ে বলকের মাজার শরিফে যাচ্ছিলেন তিনি। গাড়িতে ছিলেন তিনি। বোরখা থাকলেও তাঁর পোশাক ছিল আঁটোসাঁটো। আর সঙ্গে ছিল না কোনও পুরুষ সঙ্গী। সেই সময়ই তাঁকে গুলি করে তালিবানরা। থেকে আমেরিকা সেনা ফেরত নেওয়ার পর থেকেই পুনরায় তালিবানি দৌরাত্ম্য শুরু হয়েছে। তরুণী ও যুবতীদের উপর অত্যাচারের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে আফগানিস্তানে। মেয়েদের অপহরণ করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ের ঘটনা আখছাড় ঘটছে। সম্প্রতি, দ্য মেইল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মহিলাদের দুর্দশার কথা। তালিবানদের বেড়ে চলা অত্যাচারে আতঙ্কিত গোটা আফগানিস্তান। অধিকাংশ গ্রাম্য এলাকার পরিবারের মহিলাদের কাবুলের সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, আফগানিস্তানে অব্যাহত। গত শুক্রবারই তালিবানিদের হাতে নিহত হন আফগান সরকারের মিডিয়া বিভাগের শীর্ষ আধিকারিক দাওয়া খান মিনাপাল। আগেই তালিবানিরা হুঁশিয়ারি দিয়েছিল, তাঁদের উপর হওয়া বিমান হামলার প্রতিশোধ নেওয়া হবে। এব্যাপারে ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের উপরেই হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। দাওয়া খান মিনাপাল ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ঘনিষ্ঠ। শুক্রবার তিনি বাড়ি থেকে বের হতেই তাঁকে খুন করা হয় বলে জানানো হয়েছে।


from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/3xv07Hz
https://ift.tt/3CFAXdg
close