ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট : জেতা ম্যাচ ড্র হওয়ায় ক্ষুব্ধ বিরাট, বললেন - 'এটা লজ্জাজনক'

এই সময় ডিজিটাল ডেস্ক : ড্র হয়েছে নটিংহ্যাম টেস্ট। সেটিকে লজ্জাজনক বলে বর্ণনা করলেন বিরাট কোহলি। পঞ্চম দিনে বৃষ্টি শুরুর আগে পর্যন্ত ভালো জায়গায় ছিল ভারত। বৃষ্টি না হলে ম্যাচ জেতার মত অবস্থায় ছিল তারা। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে আর বল গড়ায়নি। ফলে ম্যাচটি ড্র ঘোষণা করেন অফিসিয়ালরা। এরপর ম্যাচ শেষে ভাষণে এটিকে লজ্জাজনক আখ্যা দেন তিনি। পাশাপাশি বলেন, আগামী ম্যাচে এই একই ফর্ম নিয়ে তারা নামবে। নটিংহ্যাম টেস্ট জয়ের জন্য বিরাটদের সামনে ২০৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে ভারত করে ৫২ রান। পঞ্চম দিনে আর বল গড়ায়নি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে বিরাট বলেন, 'আমরা তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির আশা করেছিলাম। কিন্তু শেষ দিনে বৃষ্টি হল। এই সময় ম্যাচ শেষ করা বিব্রতকর। পঞ্চম দিনে সুযোগ থাকায় আমরা শক্তিশালী হয়ে শুরু করছিলাম। আমরা ম্যাচে ভালো জায়গায় ছিলাম। কিন্তু এটা লজ্জাজনক। আমরা ড্রয়ের জন্য খেলিনি।' পাশাপাশি বিরাট জানালেন, আগামী টেস্টগুলোতে ভারতীয় বোলারদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, 'আমরা সবসময় নিজেদের এগিয়ে রেখেছি। আগামী তিন সপ্তাহ বোলারদের জন্য কঠিন পরিস্থিতি হতে চলেছে। প্রথম ইনিংসে ৪০ রানের লিড রাখার লক্ষ্যমাত্রা নিয়েছিলাম। কিন্তু ৯৫ রানের লিডটা খুব ভালো আমাদের জন্য। এটা আমাদের জন্য শক্তিশালী দিক। ইংল্যান্ড-ভারত সিরিজ বরাবরই ব্লকবাস্টার। পরবর্তী টেস্টের জন্য মুখিয়ে আছি।' ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১২ তারিখ থেকে শুরু হবে। লর্ডসের ঐতিহাসিক মাঠে এই সিরিজ জিততে মরিয়া বিরাট ব্রিগেড। এখনও পর্যন্ত ভারতের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। ইংল্যান্ডের মাটিতে ভারতের পেস ব্যাটারির সামনে ধরাশায়ী হয়েছে রুটরা। যার প্রশংসা করেছেন পাক কিংবদন্তী ইনজামাম উল হক।


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3fKG1D6
https://ift.tt/3ixw7qs
close