
এই সময় ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে রুপো জিতে দেশকে গর্বিত করেছেন (Ravi Kumar Dahiya)। আর ঘরের ছেলের জন্য এবার চার কোটি টাকা পুরস্কার ঘোষণা করল হরিয়ানা সরকার (Hariyana Govt)। বৃহস্পতিবার দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত সোনার পদক হাতছাড়া হয়েছে রবির। তবে দেশের জন্য দ্বিতীয় রুপোর পদকটি এনেছেন তিনি। ইতিমধ্যেই রবি কুমার দাহিয়ার জন্য ক্লাস-ওয়ান পদে সরকারি চাকরির ঘোষণা করা হয়েছে। ৫০ শতাংশ ছাড়ে তিনি পাচ্ছেন একটি জমিও। শুধু তাই নয়, রবির গ্রামে তৈরি হবে একটি ইনডোর স্টেডিয়াম। এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর রবির জন্য এই পুরস্কারমূল্য ঘোষণা করেন। টিভির সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে গোটা খেলাটি দেখেছেন তিনি। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বলেন, 'সোনিপত জেলার নাহারি গ্রামের ছেলে রবি। ওখানেই কুস্তিগীরদের জন্য একটি ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। তবে রবি শুধু আমাদের হরিয়ানার মুখ উজ্জ্বল করেননি। গোটা দেশকেই গর্বিত করেছেন।' রবি দাহিয়ার পাশাপাশি ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের দুই খেলোয়াড়ের জন্যও আড়াই লাখ করে পুরস্কার ঘোষণা করেছে হরিয়ানা সরকার। তাঁরাও সরকারি চাকরি পাবেন। এদিকে, রবির রুপো জয়ের পরই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন ভারতীয়রা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে একাধিক নেতা-নেত্রী, ক্রীড়াপ্রেমীরা রবির প্রশংসায় পঞ্চমুখ হন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে লেখেন, 'টোকিও অলিম্পিকে রুপো জয়ী রবি দাহিয়াকে নিয়ে গোটা দেশ গর্বিত। কখনও পিছিয়ে পড়লেও হার না মানা জেদে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে একাধিক ম্যাচ জিতেছে একজন প্রকৃত চ্যাম্পিয়নের মতোই। যা তাঁর মানসিক কাঠিন্যের প্রমাণ দেয়। দুরন্ত এই সাফল্যের জন্য রবিকে অনেক শুভেচ্ছা ও দেশকে বিশ্বমঞ্চে গর্বিত করার জন্য অভিনন্দন।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'রবি কুমার দাহিয়া সত্যিই দুরন্ত কুস্তিগীর। তাঁর লড়াকু মানসিকতা দুর্দান্ত। রুপো জয়ের অভিনন্দন। গোটা দেশ তোমার কীর্তিতে গর্বিত।' উল্লেখ্য, টোকিও অলিম্পিকের প্রথম সোনার পদকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ। কিন্তু রবির দৌড় শেষ হল রুপোতেই। ভারতের ঘরে এল দ্বিতীয় রুপো। কুস্তির ৫৭ কেজির ফাইনালে হেরে রবি কুমার দাহিয়া পেলেন রুপোর পদক। রবির হাত ধরে দেশের ঝুলিতে এল পাঁচ নম্বর পদক। মীরাবাই চানু, পি.ভি. সিন্ধু, লভলিনা বরগোঁহাই ও পুরুষ হকি দলের পর এবার পদক জয়ীর তালিকায় নাম লেখালেন রবি। সুশীল কুমারের পর রবি হলেন দ্বিতীয় ভারতীয় যিনি কুস্তিতে রুপো জিতলেন।
from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3jqDZZV
https://ift.tt/3AeVL9u