Top Ad

middle ad

‘জেনেবুঝে কেন একজন অবসাদগ্রস্ত মানুষকে মাদক দিয়েছিলেন রিয়া?’, কটাক্ষ অঙ্কিতা লোখান্ডের...

এই সময় ডিজিটাল ডেস্ক : ১৪ জুন দুপুর থেকে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দেশের অলিন্দে... অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশমতো সুশান্তের মৃত্যু তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইডি। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা বিতর্ক। এসে পড়েছে মাদক যোগও। যার জেরে নার্কোটিকস কনট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছেন প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী () এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী (Showik Chakraborty)। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়া একের পর এক হেট মেসেজ এসেছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের () নামে। অবশেষে মুখ খুললেন নায়িকে। স্পষ্ট করলেন নিজের অবস্থান। কী বললেন অঙ্কিতা? ‘আমি আরও একবার আমার অবস্থান স্পষ্ট করে দিতে চাই। বার বার মিডিয়া আমাকে জিজ্ঞাসা করেছে সুশান্ত মৃত্যু আমার খুন বলে মনে হয়েছে নাকি আত্মহত্যা। আমি একবারও বলিনি এটা খুন অথবা কাউকে এর জন্যে দায়ী করিনি। আমি বরাবর আমার প্রয়াত বন্ধুর জন্যে ন্যায় বিচার চেয়ে এসেছি আর শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছি। সত্যিটা কি সে তো তদন্তকারী সংস্থাগুলি জানাবে।’ সুশান্ত মৃত্যু তদন্তে একাধিকবার আঙুল উঠেছে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধেও। এ বিষয়ে অঙ্কিতা বলেন, মহারাষ্ট্র সরকার এবং পুলিশের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। আস্থা রয়েছে প্রতিটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেও। আরও পড়ুন : রিয়া চক্রবর্তীর গ্রেফতারি সম্পর্ক বলতে গিয়ে অঙ্কিতা জানান, ‘রিয়া যখন জানতেন সুশান্ত অবসাদে ভুগছেন, তখন কি ওঁর উচিত হয়েছিল মানসিকভাবে ভেঙে পড়া একজনকে নিয়মিত মাদকের জোগান দিয়ে চলা? এতে কীভাবে ওর মানসিক অবস্থার উন্নতি হবে বলে ভেবেছিলেন রিয়া। বরং অবসাদের সঙ্গে মাদকের নেশা যোগ হলে তো একজন মানুষ এমনই খাদের কিনারায় গিয়ে দাঁড়াবেন যেখানে দাঁড়িয়ে হয়তো সুশান্তের মতোই কোনও পদক্ষেপ তিনি করবেন। সুশান্তের মৃত্যুর সময় তো রিয়ার ওর সবচেয়ে আপন ছিলেন, ওর সবচেয়ে কাছের মানুষ ছিলেন। তাহলে উনি এই সহজ কথাটি বুঝতে পারলেন না কেন! ’ একই সঙ্গে তিনি ফের বলেন, ২০১৬ পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্কে থাকার সময়ে সুশান্তের মধ্যে অবসাদের কোনও চিহ্নই ছিল না। আর কী লিখেছেন অঙ্কিতা? দেখে নিন তাঁর ইনস্টাগ্রাম পোস্ট... এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে


from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/2GFKlF2
https://ift.tt/2ZroqYW
Similar Videos