Top Ad

middle ad

‘সুশান্তের প্যানিক অ্যাটাক হয়ে থাকলে ও মৃত্যুকে ভয় পাবে, কী করে আত্মহত্যা করল!’ মুখ খুললেন জিমের বন্ধু...

এই সময় ডিজিটাল ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু যেমন মেনে নিতে পারেননি তাঁর পরিবার, তেমনই মেনে নিতে পারেননি তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে আলাপ হওয়া মানুষরাও। তাঁদেরই মধ্যে অন্যতম হলেন সুশান্তের সঙ্গে একই জিমে ওয়র্কআউট করে উঠতি বলিউড নায়িকা পায়েল ঘোষ (Payal Ghosh)। পায়েল জানিয়েছেন তিনি গত চার বছর ধরে সেই জিমেই ওয়র্কআউট করেন যেখানে সুশান্ত করতেন এবং প্রয়াত অভিনেতাকে খুবই কাছ থেকে দেখেছেন দিনের পর দিন। সংবাদসংস্থা IANS-কে দেওয়া একটি সাক্ষাত্‍কারে পায়েল ঘোষ জানিয়েছেন, ‘আমি ওঁর প্রেসক্রিপশন টিভি-তে দেখেছি। কী কী ওষুধ ও খাচ্ছিল তাও দেখলাম। যাঁদের প্যানিক অথবা অ্যাংজাইটি অ্যাটাক হয়, তাঁদের এই বেসিক ওষুধগুলি দেওয়া হয়ে থাকে। যাঁদের প্যানিক অ্যাটাক হয় সাধারণত তাঁদের মনে মৃত্যুর ভয় বাসা বাঁধে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতে পারি। আমি নিজে এই সমস্যার সঙ্গে দীর্ঘ দিন লড়াই করেছি। তাহলে যে মানুষটা মৃত্যুকে এত পেতেন, তিনি কী করে আত্মহত্যা করতে পারেন? ’ আরও পড়ুন : তিনি আরও বলেন, ‘আর সুশান্তের মতো একজন মানুষ আত্মহত্যা করতে পারেন এই কথাটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। সত্যি বলতে কি প্রথম যখন টিভিতে এই খবরটা জানতে পারি বিশ্বাসই করতে পারছিলাম না। গুজব ভেবেছিলাম। আমি সুশান্তের জিমেই যেতাম। শুরুতে ও খুবই লাজুক প্রকৃতির ছিল। মেয়েদের সঙ্গে বিশেষ কথা বলত না। শুধুমাত্র নিজের ওয়র্কআউটে ফোকাস করত। কিন্তু কিছুদিন পর কথা বলা শুরু করলে আমরা ভালো বন্ধু হয়ে যাই। সুশান্ত, আমি ও আরও কয়েকজন মিলে গ্রুপ ওয়র্কআউটও করতাম। ওয়র্কআউট শেষে জিমের কাফেতে বসে প্রোটিন শেক অথবা কফির কাপে চুমুক দিতে দিতে আড্ডা জমত আমাদের। সুশান্ত ফুরফুরে মেজাজের মাটির মানুষ ছিলেন। ২০১৭ সালের পর অবশ্য এই জিমে আসা বন্ধ করে দেন সুশান্ত। তারপর থেকে ওঁর সঙ্গে আর কোনও যোগাযোগ ছিল না আমার।’ একই সঙ্গে পায়েল জানান, অঙ্কিতার সঙ্গে সম্পর্কে থাকার সময়ে সুশান্ত আর তিনি একই অ্যাপার্টমেন্টেও থাকতেন। তিনি আরও বলেন, জিমে প্রত্যেকের সঙ্গে হাসিমুখে কথা বলতেন প্রয়াত অভিনেতা। হাউসকিপিং কর্মীদের সঙ্গেও আন্তরিক ব্যবহার ছিল তাঁর। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/33u3Fgv
https://ift.tt/2GNNT8r
Similar Videos