ক্রিকেট ছেড়ে কন্নড় শেখাচ্ছেন দ্রাবিড়!

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কড়া হেডস্যার হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়। খেলোয়াড় জীবনেও সিরিয়াস থাকতে পছন্দ করতেন, কোচ হওয়ার পরেও রয়েছেন তেমনই। তবে এবার ভারতীয় ক্রিকেটের দ্যা ওয়ালকে পাওয়া গেল একটু অন্যরূপে। তাঁকে দেখা গেল কন্নড় ভাষার শিক্ষক হিসেবে। তবে পাকাপাকিভাবে ক্রিকেট ছেড়ে তিনি শিক্ষকতায় ঢুকছেন না। কারণ তাঁর ছাত্র, ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস। একদিকে যখন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেটাররা। তখন ব্রিটিশ হাইকমিশনার সেরা ক্রিকেট এক্সপ্রেশনের খোঁজ শুরু করেছেন ভারতে। সেই খোঁজ করতেই তিনি রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই দ্রাবিড়ের থেকে কন্নড় শেখেন তিনি। সেই ভিডিও টুইটারে শেয়ার করেন অ্যালেক্স এলিস। টুইটে লেখেন, 'আজ, আমরা দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে এসেছি। এখানে কন্নড় শেখার জন্য রাহুল দ্রাবিড়ের থেকে ভালো শিক্ষক আর কে হতে পারে'। সম্প্রতি শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলের কোচ হিসেবে শ্রীলঙ্কা সফল শেষ করে দেশে ফিরেছেন রাহুল দ্রাবিড়। এই প্রথম ভারতীয় সিনিয়র দলকে কোচিং করালেন তিনি। যদিও সেই সিরিজ ২-১ এ হারে ভারত। কিন্তু এই সিরিজে ভারত প্রায় সফরের সব প্লেয়ারকেই সুযোগ দিয়েছিল। কারণ ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় ৮ জন প্লেয়ারকে নিভৃতবাসে যেতে হয়। এই সিরিজে ভারতের ৫ জন খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হয়। কিন্তু অভিজ্ঞতার অভাবে সিরিজ হারতে হয় ভারতকে। তবে তরুণ টিম দারুণ লড়াই দেয়। অন্যদিকে, চলতি ইংল্যান্ড সফরে প্রথম টেস্ট বৃষ্টির জন্য ড্র হয়। ১২ তারিখ দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। যদিও জয়ের দোরগোড়ায় থাকা ভারতীয় দলের প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিরাট। তিনি এই ঘটনাকে লজ্জাজনক বলেন। তবে এটাও বলেন যে আগামী ম্যাচেও দল একই ফর্মে খেলতে নামবে।


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/37wud2N
https://ift.tt/2Xae8y2
close