জজদের অপমা! CBI-এর জালে ৫

নয়াদিল্লি: নিম্ন আদালতের বিচারকরা থ্রেট বা তাঁদের জীবনহানির আশঙ্কার কথা জানালেও সিবিআই, আইবি-র মতো সংস্থা সেগুলোকে পাত্তা দেয় না বলে দিন চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি এন ভি রামানা। ঠিক দু'দিন পরই জানালো, সোশ্যাল মিডিয়ায় বিচারপতি ও বিচারব্যবস্থা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার জন্য গত এক মাসে পাঁচ জনকে গ্রেফতার করেছে তারা। সিবিআইয়ের মুখপাত্র আর সি যোশী জানান, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতিদের দেওয়া কিছু রায়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তি বিচারপতি ও বিচারব্যবস্থা সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছিল। এফআইআরে অভিযুক্ত হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়। তার মধ্যে ১৩ জনের সন্ধান পায় পুলিশ। অভিযুক্ত ২ জন বিদেশে থাকে। বাকি ১১ জনকে জিজ্ঞাসাবাদ করে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের সম্পর্কে তথ্যপ্রমাণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিদেশে থাকা দু'জনের খোঁজও নেওয়া হচ্ছে। নামপ্রকাশে অনিচ্ছুক সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ওয়াইএসআর কংগ্রেসের লোকসভার সাংসদ এন সুরেশ এবং প্রাক্তন বিধায়ক আমানচি কৃষ্ণামোহনের যুক্ত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারির পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে সেই সব পোস্ট মোছার ব্যবস্থাও করেছে সিবিআই। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের দায়রা বিচার উত্তম আনন্দ মর্নিং ওয়াকে বেরিয়ে অটোর ধাক্কায় প্রাণ হারান। প্রথমে এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে হয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় অটোটি ইচ্ছাকৃত ভাবে বিচারককে ধাক্কা মারছে। ধানবাদের বেশ কিছু মাফিয়া খুনের মামলা ছিল এই বিচারকের হাতে। দুই গ্যাংস্টারের জামিনের আর্জিও খারিজ করেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই প্রধান বিচারপতি ক্ষোভপ্রকাশ করেছিলেন, নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয় না। এমনকী অভিযুক্ত প্রভাবশালী হলে সেই মামলায় বিচারককেই ইচ্ছাকৃত ভাবে খাটো করা হয় বলে অভিযোগ করেছিলেন প্রধান বিচারপতি।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3lMJapU
https://ift.tt/3lQP6OR
close