Top Ad

middle ad

ভারতের লোকেরা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জাতি, তারা খেতে পর্যন্ত পায়না- বললেন বাংলাদেশী সংবাদদাতা

ভারতের লোকেরা পৃথিবীর  সবথেকে নিকৃষ্ট জাতি, তারা খেতে পর্যন্ত পায়না- বললেন বাংলাদেশী সংবাদদাতা


আর একটা নতুন বাংলাদেশী আবালের জন্ম হয়েছে। নাম  টা কি ছিল যেন ?? কিসের লাশ ?? কুকুরের লাশ ?? ও হ্যাঁ মনে পড়েছে, নাম তার ইলিয়াস।

আপনি কি ডিপ্রেশনে ভুগছেন?? কোন চিন্তা করবেন না... একবার ইলিয়াসের ভিডিও গুলো দেখবেন আর ভারত কে নিয়ে তাদের কি ধারনা আছে সে গুলো শুনবেন, আমি কথা দিচ্ছি আপনি এতো পরিমানে হাসবেন যে আপনি সারা জীবনের জন্য ডিপ্রেশন মুক্ত হয়ে যাবেন।

কুকুরের লাশ বলছেন যে, ও আবার তার নাম টা ভুল বলে ফেললাম, ক্ষমা করবেন। ইলিয়াস বলছেন যে বাংলাদেশের লোক খাবার খাওয়ার পর যে নষ্ট খাবার টুকু ফেলে দেই , সেই টুকু খাবারও নাকি কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গার মানুষ খেতে পাইনা। এবার উনাকে কে বোঝাবেন যে তাদের দেশের লোক রা এতোই খেতে পাই যে ভারতে এসে তাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে করে বেরাতে হয়।

আবার বলে কিনা ১০ লক্ষ্য ভারতীয় হিন্দু বাংলা দেশ এ যায় কাজের সন্ধানে , সেখানে গিয়ে নাকি তারা সরকারি আফিসে কাজ করে 🤣🤣। শুনুন দাদা আপনাদের ওখানে সরকারি চাকরি করলে যত টাকা বেতন দেবে , তার দিগুন ইনকাম আমাদের দেশের টোটো চালকরা করে🤣🤣। আর আপনাদের দেশের লোকেরা কতটা শিক্ষিত সেটা তো আপনাদের কথা শুনলেই বোঝা যায়। আর আপনাদের দেশে যদি অতই কর্ম সংস্থান থাকে তাহলে আপনাদের দেশের লোকেরা কেন আমাদের দেশে এসে মানুষের কাছে হাত পেতে পেতে বেরায়??

কুকুরের লাশ আবার বলে কিনা পৃথিবীর সবথেকে ছোটলোক, চোর, নিকৃষ্ট জাতি নাকি আমাদের ভারতের হিন্দু জাতি 🤣🤣। যে জাতির লোক বলে নামাজ পড়লেই আর মাথায় জালি টুপি পরলেই করোনা হবেনা তাদের কাছে থেকে এর থেকে বড় আর কি আশা করা যায়। তাদের মতে তাদের জাতি পৃথিবীর সব থেকে উন্নত জাতি। তারা নিজেদের কে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মনে করেন অথচ তারাই আবার বলে হাতে স্যানিটাইজার লাগানো হারাম, সিনেমা দেখা হারাম, এমন কি গান শোনাও নাকি হারাম 🤣🤣। আপনাদের জাতির কি উচ্চ বিচার। সত্যিই আপনাদের জাতি অস্কার পাবার যোগ্য🤣।
তাদের চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত যে তাদের ১০৬ ডিগ্রি জ্বর হলেই লুঙ্গি তুলে চলে আসে ভারতে ডাক্তার দেখাতে।

আবার তিনি বলে কিনা ভারতের লোকেরা নাকি বাড়িতে অতিথি এলে তাদের খেতে পর্যন্ত দেই না 🤣🤣। বলছি দাদা আমরা ভারতীয়রা একজন আত্মীয় বাড়িতে এলে বলি "অতিথি দেব ভব"। এর মানে টা কি জানেন?? অবশ্য জানবেনই বা কি করে?? এর মানে জানার জন্য তো পেটে সামান্য শিক্ষা টুকু থাকা দরকার। চলুন বাবা হিসেবে আপনাকে এর অর্থ টা বুঝিয়ে দিচ্ছি। "অতিথি দেব ভব" এর অর্থ আমরা একজন অতিথি কে দেবতার মতো করে আদর আপ্যায়ন করি।

কথায় আছেনা "ফাঁপা কলসি বাজে বেশি" বাংলাদেশের লোকেদের ঠিক এই অবস্থা টাই হয়েছে। বাংলাদেশের লোকেদের চিন্তা ভাবনা কেমন ধরনের সেটা তো আপনারা এতো দিনে বুঝতে পারলেন। এবার অন্তত এটা বলা বন্ধ করুন যে এপার বাংলা আর ওপার বাংলার মানুষেরা ভাই-ভাই।

বাংলাদেশী কুকুরের লাশ বা ইলিয়াস যায় হোকনা কেন, তাঁকে নিয়ে আপনারা কিছু মন্তব্য করে যান আমাদের কমেন্ট বক্সে।
Share Now On Facebook
Click Here👇👇
Similar Videos