Top Ad

middle ad

করোনায় আক্রান্ত অর্জুন কাপুর, থাকবেন হোম কোয়ারিনটিনে

Bengali News:   ফের বলিউডে করোনার থাবা। এবার কাপুর পরিবারে হানা দিল এই মারণ ভাইরাস। কোভিডে আক্রান্ত হলেন অভিনেতা ()। রবিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেতা স্বয়ং আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই এবং ভালো আছেন। চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারিনটিনে থাকবেন বনি কাপুরের পুত্র। এদিন ইনস্টাগ্রামে অর্জুন কাপুর একটি পোস্ট করেন। তিনি লিখেছেন, 'টেস্টে আমার করোনা ধরা পড়েছে। আমি উপসর্গহীন এবং মোটামুটি ভালো আছি। চিকিৎসক এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে বাড়িতে নিজেকে আইসোলেট করেছি এবং হোম কোয়ারিনটিনে থাকব। করোনায় আক্রান্ত হওয়ার খবর আপনাদের জানানো আমার কর্তব্য।'



তিনি আরও লিখেছেন, 'পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আগাম ধন্যবাদ। আমার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের নিয়মিত আপডেট দেব। এ এক অস্বাভাবিক এবং অভূতপূর্ব সময়। তবে আমার পূর্ণ বিশ্বাস ভাইরাসের এই বিভীষিকাকে মানবিকতা কাটিয়ে উঠতে পারবে। অনেক ভালোবাসা।' ২০১৯ সালে 'পানিপথ' ছবিতে শেষবার দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। সম্প্রতি তিনি ঘোষণা করেন, আসন্ন হরর-কমিডি 'ভূত পুলিশ'-এ তাঁকে দেখা যাবে। বলিউডের একাধিক তারকা করোনার শিকার হয়েছেন। এই তালিকায় আছে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, র‌্যাচেল হোয়াইট, প্রযোজক করিম মোরানি, তাঁর মেয়ে শাজা, গায়িকা কণিকা কাপুরের মতো ব্যক্তিত্বের নাম। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।



দেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৪১ লক্ষ পেরিয়ে গিয়েছে। আর ভারত দ্বিতীয় স্থানে উঠে আসার পরে তিন নম্বরে নেমে গিয়েছে ব্রাজিল। সে দেশে আক্রান্তের সংখ্যা ৪০.৯৩ লক্ষ। শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৬৪ লক্ষেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৬৩৩ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১,১৩,৮১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১০৬৫ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণ গিয়েছে। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭০,৬২৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ৯০,৬৩৩ জন। 



from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/3571RMN
https://ift.tt/355JPdM
Similar Videos