'সাকিব ভাই তাড়াতাড়ি আউট করেন', অস্ট্রেলিয়ার সঙ্গে যেন পাড়া ক্রিকেট বাংলাদেশের!

এই সময় ডিজিটাল ডেস্ক: পাড়ার ক্রিকেট মাঠে কান পাতলে এমন শোনা যায় বটে। তাই বলে একেবারে আন্তর্জাতিক ম্যাচে! খোদ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!! যেন বিশ্বাসই করা যায় না। সিরিজের শেষ ম্যাচে স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ল বাংলাদেশের উইকেটকিপার নুরুল হাসানের গলা, 'সাকিব ভাই তাড়াতাড়ি আউট করেন, অনেক দিন পর বাসায় যাব'। এবারে সফরে এসে যারপরনাই বিপাকের মুখে পড়তে হয় অস্ট্রেলীয় বাহিনীকে। অতিবড় বাংলাদেশী ফ্যানও অস্ট্রেলিয়ার এমন করুণ বিপর্যয়ের কথা ভাবতে পারেননি। অস্ট্রেলিয়াকে এদিন টি-টোয়েন্টি ফর্ম্যাটের সবচেয়ে লজ্জাজনক স্কোর উপহার দিল টাইগারেরা। এদিন রান করে মাত্র ৬২। যা টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রান। অস্ট্রেলিয়ার আগে জিম্বাবোয়ের সঙ্গে খেলেছেন বাংলাদেশী ক্রিকেটাররা। এরপর খেলা হল অস্ট্রেলিয়ার সঙ্গে। এর মাঝে ঈদ চলে গেলেও ক্রিকেটাররা বাড়ি যেতে পারেননি। তাই অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলেই সকলের রয়েছে বাড়ি যাওয়ার তাঁরা। নুরুল হাসানের আকুতিতে যেন সেই কথাই ফুটে উঠল। ম্যাচ শেষ করেই তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছেন তিনি। তবে, নুরুল হাসানকে নিরাশ করেননি সাকিব আল হাসান। এ ম্যাচে ৯ রান খরচ করে তিনি তুলে নিলেন চারটি উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ হলেন সাকিব। ম্যান অফ দ্য সিরিজও হলেন সাকিব অল হাসান। বাংলাদেশের ইতিহাসে এই জয় অবিস্মরণীয়। বাংলাদেশের সর্বকালের সেরা পারফর্মমেন্সের দেখা মিলল এদিন। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬২ রানে হারিয়ে দুর্ধর্ষ জয় টাইগার্সদের। মাত্র ৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচের নায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম ওভার খেলে, সবচেয়ে কম রানে ও অলআউট হওয়ার নজির ঘটল এদিনই।


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3AuHrcL
https://ift.tt/37s99dS
close