Top Ad

middle ad

নির্যাতিতার পরিবারের ছবি প্রকাশ করে বিতর্কে রাহুল, সরানো হল টুইট

এই সময় ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবার তাঁর টুইট মুছে দিল টুইটার। দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগের ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী। নিজের টুইটার হ্যান্ডেলে নির্যাতিতার পরিবারের সেই ছবিও শেয়ার করেন রাহুল। সেই ছবি প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছিল দেশে। রাহুল নিয়ম ভঙ্গ করেছেন বলে সরব হন বিজেপি নেতারাও। NCPCR-এর অভিযোগ নির্যাতিতার পরিবারের ছবি শেয়ার করায় দেশজুড়ে তুমুল সমালোচনার মধ্যে পড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এরপরেই সরব হয় National Commission for Protection of Child Right। এনসিপিসিআর-এর তরফে টুইটারের কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পরে সেই বিতর্কিত টুইটটি মুছে ফেলা হয় টুইটারের তরফে। গোটা ব্যাপারটা জানুন ছবিটি টুইট করে জানিয়েছিলেন, 'বাবা -মায়ের চোখের জল বলছে, তাদের মেয়ের, দেশের মেয়ের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। ন্যায় পাওয়ার এই রাস্তায় আমিও এঁদের সঙ্গেই আছি'। উল্লেখ্য, দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ৯ বছরের একটি মেয়েকে ধর্ষণ-খুন করে জবরদস্তি তার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দিল্লির এক পুরোহিতের বিরুদ্ধে। স্থানীয়দের বিক্ষোভের মুখে অভিযুক্তকে আটকও করে পুলিশ। গরিব পরিবারের মেয়েটি রবিবার বিকেলে শ্মশানের ওয়াটার কুলার থেকে ঠান্ডা জল আনতে যায়। তার পর আর বাড়ি ফেরেনি। সন্ধে নাগাদ শ্মশানের পুরোহিত পণ্ডিত রাধেশ্যাম এবং একজন স্থানীয় এসে মেয়েটির বাবা-মাকে শ্মশানে নিয়ে যায়। সেখানে বাচ্চাটির দেহ দেখিয়ে জানায়, কুলার থেকে জল ভরতে গিয়ে তড়িদাহত হয়ে মারা গিয়েছে সে। মেয়েটির বাবা-মা তখনই পুলিশে খবর দিতে চেয়েছিলেন। কিন্তু পুরোহিত ও তার শাগরেদ বাবা-মাকে বোঝায়, পুলিশে খবর দিলে মেয়েটির দেহ ময়নাতদন্ত হবে আর চিকিৎসকরা বাচ্চাটির অঙ্গ-প্রত্যঙ্গ চুরি করে নেবেন। এই যুক্তি দেখিয়ে একরকম জোর করেই রাধেশ্যাম মেয়েটির দেহ পুড়িয়ে দেয় বলে অভিযোগ।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3CnQmyx
https://ift.tt/3AjQo8N
Similar Videos