Top Ad

middle ad

নজরে যোগীর কুর্সি, উত্তরপ্রদেশই পাখির চোখ ওয়েইসির

এই সময় ডিজিটাল ডেস্ক: দোরগোড়ায় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যোগী রাজ্যের রাজনৈতিক সমীকরণের ফেরবদল হচ্ছে নিয়মিত। এরই মধ্যে নেতা আসাদউদ্দিন ওয়েইসির জানিয়েছেন উত্তরপ্রদেশে ভোটে লড়বে তাঁর দল। শুক্রবার জানান, রাজ্যরাজনীতিতে সংখ্যালঘুদের নামমাত্র অংশগ্রহণ চান না তিনি। রাজ্য রাজনীতিতে সংখ্যালঘুদের সমান অংশ দিতেই এই উদ্যোগ নিয়েছে তাঁর দল। প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ওয়েইসি জানিয়েছিলেন, তাঁর দল যোগী আদিত্যনাথকে কিছুতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসতে দেবে না। BJP-কে ক্ষমতা থেকে সরাতেই উত্তরপ্রদেশ নির্বাচনে লড়াই করতে চায় AIMIM। যদিও সেই দাবির পাল্টা আসাদউদ্দিন ওয়েইসিকে জবাব দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসবে BJP। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিকে রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করছে AIMIM, বিরোধীদের এই অভিযোগ দীর্ঘদিনের। এবার এই প্রসঙ্গে ওয়েইসি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি রাজনীতির জন্য কোনওদিন ধর্মকে ব্যবহার করিনি। যদি আমি তা করতে চাই সেক্ষেত্রে নির্বাচন কমিশন এবং মডেল কোড অফ কনডাক্ট রয়েছে। প্রসঙ্গত, বাংলার পর এখন গোটা দেশের নজর উত্তরপ্রদেশের দিকে। যোগী কুর্সি ধরে রাখতে পারে কিনা, তা এখন বড় বিষয়। ভোটের আগে যোগীর ভূমিকা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেই অসন্তোষ দানা বেঁধেছে বলে খবর। অন্যদিকে, নিজের জেলা গোরখপুর থেকেই নির্বাচনে লড়াই করতে পারেন যোগী, জানা গিয়েছে এমনটাই। অন্যদিকে দীনেশ শর্মা লখনউ এবং মহেন্দ্র সিং কুণ্ডা থেকে লড়াই করতে পারেন, সূ্ত্রের খবর এমনটাই। কিন্তু যোগী রাজ্যে তাঁর বিরুদ্ধে চাপা অসন্তোষ রয়েছে, এই দাবি শুধু বিরোধীদের এমনটা নয়। এমনই ফিসফাস শোনা যাচ্ছে BJP-র অন্দরেও। কিন্তু এই সব কিছুই জল্পনা বলে উড়িয়ে দিচ্ছে গেরুয়া শিবির।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3lEjJqt
https://ift.tt/3lBn5KV
Similar Videos