পৃথিবীতে থাকতে একঘেঁয়ে লাগছে? এবার মঙ্গলে থাকার সুযোগ দিচ্ছে নাসা

এই সময় ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে থাকতে থাকতে একঘেঁয়ে হয়ে গিয়েছে? আর মন টিকছে না? মঙ্গলে থাকতে চান? সেই সুযোগ এবার এনে দিচ্ছে নাসা ()। মঙ্গলে থাকতে গেলে কীভাবে দরখাস্ত করবেন? লকডাউনের পৃথিবীতে হতাশ হয়ে পড়েছেন সকলেই। ফলে এবার পৃথিবী ছেড়ে পালানোর ঠিকানা খুঁজে দিচ্ছে NASA। তাও এবার পুরো এক বছরের জন্য। আপনার কাছেপিঠেই রয়েছে সেই বিকল্প ঠিকানা। যার আবহাওয়া ঠিক মঙ্গলের মতো। হিউস্টনে জনসন স্পেস সেন্টারে (Johnson Space Center in Houston) ১ হাজার ৭০০ বর্গফুট এলাকা জুড়ে লালগ্রহের মতো (Martian habitat) আস্তানা বানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাম দেওয়া হয়েছে 'মার্স ডিউন আলফা' ()। সেখানেই বছরখানেকের জন্য ঘুরে আসার সুযোগ মিলছে। তবে তার জন্য দরখাস্ত জানাতে হবে। গত শুক্রবার থেকে অনলাইনে সেই আবেদনপত্র দিতে শুরু করেছে নাসা। তবে সেই আস্তানায় চারজনের বেশি থাকা যাবে না। কিন্তু, হঠাত্‍ এই আশ্চর্য আয়োজন কেন? বহুদিন ধরেই মঙ্গলগ্রহে প্রাণের অস্বিত্বের সন্ধান করছে গবেষণা সংস্থা। লালগ্রহে মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। নাসা জানিয়েছে, আর কয়েক বছর পরে হয়ত মঙ্গলে মানবসভ্যতার দ্বিতীয় উপনিবেশ গড়ে তোলার জন্য পরিবেশ তৈরি হয়ে যাবে। আর তারই যেন ট্রায়াল রান হচ্ছে হিউস্টনে। মঙ্গলে গিয়ে অনেক দিন কাটানোর প্রশিক্ষণ দেওয়া হবে এই মার্স ডিউন আলফাতে। মঙ্গলে কী ভাবে চাষবাস করা হবে তার পরীক্ষা নিরীক্ষা চালানো হবে এখানে। দেখা হবে মঙ্গলের পরিবেশে থাকতে গিয়ে সেখানকার বাসিন্দাদের মানসিক ও শারীরিক অবস্থা কেমন থাকছে। নাসার তরফে আরও জানানো হয়েছে, আপাতত শুধু আমেরিকার নাগরিকদেরই থাকার অধিকার থাকবে এই মার্স ডিউন আলফায়। আবাসিকদের বয়স হতে হবে ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে। তাঁদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী। আর তাঁদের কোনও নেশায় আসক্তি থাকা চলবে না।


from International News in Bengali, আন্তর্জাতিক News, World News Headlines in Bangla https://ift.tt/3AsjVx1
https://ift.tt/37uKdTa
close