
এই সময় ডিজিটাল ডেস্ক: মাত্র ছ' টাকা খরচ করে তাজ হোটেলে একরাত! শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার পোস্ট দেখে চমকে উঠেছিলেন অনেকেই। বিষয়টি কী? আসলে মুম্বইয়ের আইকনিক লোকেশন হওয়ার পাশাপাশি ভারতের প্রথম সারির বিলাসবহুল পাঁচতারার তালিকার শীর্ষে রয়েছে তাজ হোটেল। সেখানে একদিন কাটানোর স্বপ্ন কমবেশি সকলের মধ্যেই রয়েছে। ওই সুপ্ত বাসনা আরকি! লাখ লাখ টাকা খরচ করে ওই হোটেলে অনেকেই থাকেন। কিন্তু একটা সময়ে সত্যিই মাত্র ছ’ টাকা খরচ করে তাজ হোটেলে থাকা যেত। জনপ্রিয় ব্যবহার করে অনেকেই বলতে পারেন, 'প্রমাণ দাও'! তাই আগেভাগেই প্রমাণ দিয়ে রেখেছিলেন আনন্দ মাহিন্দ্রা। আসলে শনিবার ১৯০৩ সালের তাজের একটি বিজ্ঞাপন ব্যাপকভাবে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ দিন তিনি লেখেন, ‘মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাওয়ার একটি উপায় রয়েছে তাহলে! টাইম মেশিনে চেপে ফিরে যেতে হবে অতীতে... সুদূর অতীতে...। মাত্র ছ টাকার বিনিময়ে মুম্বইয়ের তাজে একরাত কাটানোর সুযোগ। ওই দিনগুলোই তো দুর্দান্ত ছিল, তাই না'? তাজ মহল প্যালেস হোটেলের ওই পুরনো বিজ্ঞাপনে লেখা ছিল মাত্র ছ' টাকায় সমস্ত বিলাসের দ্রব্য মিলবে। 'অল দ্য লেটেস্ট কমফোর্টস'। সত্যিই অভাবনীয়, তাই না? এ দিন এমনই প্রশ্ন ছুঁড়ে দেন ব্যবসায়ী। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় শিল্পপতিকে ফলো করেন ৮.৪ মিলিয়ন নেটিজেন। তিনি মাঝেমধ্যেই নানা ভাইরাল কনটেন্ট শেয়ার করেন নিজের টুইটার হ্যান্ডেলে। তবে সবকটি পোস্টই দুর্দান্ত রসবোধে পরিপূর্ণ। যা দেখে হেসে লুটোপুটি খেতে বাধ্য আপনি।
from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3lIuw2W
https://ift.tt/3xytCIB