আজও সামান্য পানীয় জলের জন্য হাহাকার করছে লভলিনার গ্রাম!

এই সময় ডিজিটাল ডেস্ক : অলিম্পিকের আসরে অভিষেকেই বাজিমাত করলেন অসমের মহিলা বক্সার লভলিনা বরগোহাঁই। টোকিয়ো অলিম্পিকে তিনি দেশের হয়ে দ্বিতীয় পদক জয় করেছেন। মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগের (৬৪-৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেই প্রতিযোগী নিয়েন-চিন চেনকে ৪-১ ব্যবধানে পরাস্ত করেন। তবে ২৩ বছর বয়সি এই মহিলা বক্সারকে ব্রোঞ্জ পদকেই থেমে যেতে হয়। সেটাই বা কম কীসের! তবে তিনি সোনার পদক জয় করতে চেয়েছিলেন। কিন্তু, তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি। টোকিয়ো অলিম্পিকে অংশগ্রহণকারী অধিকাংশ অ্যাথলিটের মতোই লভলিনাও অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তিনি অসমের বরো মুখিয়া গ্রামের বাসিন্দা। আপনারা অনেকেই হয়ত এই গ্রামের সঙ্গে খুব একটা পরিচিত নন। অসমের গোলাঘাট জেলার একটা প্রত্যন্ত গ্রাম এটা। আজও এখানকার বাসিন্দারা ন্যুনতম পরিষেবার জন্য হাহাকার করেন। পাণীয় জল, রাস্তা এবং হাসপাতালের জন্য সাধারণ পরিকাঠামোও নেই। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে তাঁরা প্রশাসনের নজর থেকে একেবারে বঞ্চিত হয়ে রয়েছেন। তাঁরা আপাতত লভলিনার দিকেই তাকিয়ে রয়েছে। সম্প্রতি অলিম্পিকের মঞ্চে লভলিনার ব্রোঞ্জ জয়, গ্রামের অস্থিকঙ্কালসার হাল ফেরাতে পারবে বলেই তাঁদের বিশ্বাস। লভলিনার জন্যই স্থানীয় প্রশাসন হয় ন্যুনতম পরিষেবার জোগান দিতে পারবে বলে তাঁদের আশা। ব্রোঞ্জ পদক জয়ের পর লভলিনা বলেন, 'আমার এত বছরের পরিশ্রম অবশেষে সাফল্যের মুখ দেখতে পেল। অলিম্পিকে পদক জয় আমার কাছে একটা স্বপ্ন ছিল। শেষপর্যন্ত আমি এই মুহূর্তটা উপভোগ করতে পারছি। আমার পরবর্তী লক্ষ্য হল পদকের এই রংটা পরিবর্তন করা। ২০২৪ অলিম্পিকে আমি এই বদল করার আপ্রাণ চেষ্টা করব। গোটা দেশকে আমি এই পদক উৎসর্গ করতে চাই।'


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3xywDZB
https://ift.tt/3s2EI7o
close