১০৮ কেজি লঙ্কার গুঁড়োর জলে স্নান পুরোহিতের!

এই সময় ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর ধর্মপুরীতে ১০৮ কেজি লঙ্কার গুঁড়োর জলে স্নান করলেন এক পুরোহিতকে। আদি আম্মাবাসাই উৎসবের রীতি অনুসারে নাদাপানহল্লির একটি মন্দিরের এক পুরোহিত ১০৮ কেজি লঙ্কার গুঁড়োর মেশানো জলে স্নান করলেন। তামিল মাস আদিতে যে অমাবস্যা পড়ে সেদিন গ্রামের দেবতা পেরিয়া কারুপাসামির পূজা করা হয়। প্রথমে দেবতাকে দুধ দিয়ে অভিষিক্ত করা হয়। এর পরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়। এছাড়া মদ ও সিগারেটও দেওয়া হয়। পুরোহিতের লঙ্কার জল দিয়ে স্নান রীতি অনুসারে মন্দিরের পুরোহিতকেও এরপর অনেক রীতিনীতি পালন করতে হয়। যেমন ভক্তদের সমস্যা শুনতে হয়। এরপর ১০৮ কেজি লঙ্কার গুঁড়ো মেশানো জল দিয়ে ওই পুরোহিত স্নান করেন। তামিলনাড়ুর মানুষ মনে করেন, এই কাজ করলে ভক্তদের উপর থেকে অশুভ আত্মার প্রভাব দূর হয়। জলে এত পরিমাণ লঙ্কা মেশানোর ফলে এই জলের রং পুরোপুরি লাল হয়ে যায়। এত পরিমাণে লঙ্কার ঝাঁঝে পুরোহিতের স্নানের সময় আশেপাশের মানুষ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। কিন্তু ওই পুরোহিত সেই লঙ্কা জলেই স্নান করেন। তবে এমন নিয়ম যে শুধু তামিলনাড়ুতে রয়েছে তা নয়। দেশের একাধিক রাজ্যে এমন বহু নিয়ম চালু রয়েছে। সবগুলি নিয়মই প্রাচীন এবং বহুদিন ধরে ধর্মবিশ্বাসীরা এই নিয়মগুলি মেনে আসছেন।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3jyDMUC
https://ift.tt/3ivajvA
close