Top Ad

middle ad

দেশে একলাফে কমল করোনা সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

এই সময় ডিজিটাল ডেস্ক: ঘিরে আশঙ্কার মধ্যেই দেশে দৈনিক সংক্রমণে খানিকটা স্বস্তি মিলল। একালাফে দেশে কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬২৮ জন। দৈনিক সংক্রমণে স্বস্তি মিললেও মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। একদিনে করোনায় দেশে মৃত্যু হয়েছে ৬১৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১৫৩। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লাখ ৫৫ হাজার ৮৬১। মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ২৭ হাজার ৩৭১। অন্যদিকে, দেশে আরও এক করোনা টিকা মিলবে। শিশুদেরও দেওয়া হবে এই নয়া ভ্যাকসিন। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, আগামী অক্টোবর মাসেই দেশে আসতে পারে নতুন ভ্যাকসিন কোভোভ্যাক্স। পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারিুতে শিশুদের এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রাপ্তবয়স্কদের জন্য এই টিকা পুজোর আগেই মিলতে পারে। এদিকে, পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা গিয়েছে, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে নয় জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭১। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৮৬। সমতলের পাশাপাশি উদ্বেগ বাড়ছে পাহাড়েও। দার্জিলিঙে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৪ জন।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3lA7Sd4
https://ift.tt/3jtXgd7
Similar Videos