অলিম্পিকে পদক জয় করে দেশে ফিরলেন নীরজ চোপড়া, বজরং পুনিয়ারা

এই সময় ডিজিটাল ডেস্ক : দেশের মাটিতে পা রাখলেন ভারতের পদকজয়ী অলিম্পিয়ানরা। নয়াদিল্লি বিমানবন্দরে তাঁদের জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলবেলা বিমানবন্দর থেকে বেরনোর পথেই প্রত্যেক অ্যাথলিটের নামে জয়োল্লাস শুরু হয়েছে। ভারতের জ্যাভেলিন তারকা তথা সোনার পদকজয়ী , কুস্তিগীর রবি কুমার দাহিয়া এবং বজরং পুনিয়া, বক্সার লভলিনা বরগোহাঁই এবং ভারতীয় পুরুষ হকি দল দেশে ফিরল। ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু টোকিয়োয় দ্বিতীয় অলিম্পিক পদক জয় করলেন। এছাড়া ভারোত্তলক মীরাবাঈ চানু গেমসের প্রথম দিনে রুপোর পদক জয় করেছিলেন। নয়াদিল্লির অশোকা হোটেলে বাকি পদকজয়ীদের সঙ্গে তাঁরাও যোগদান করবেন। সিন্ধু এবং চানু তাঁদের ইভেন্ট শেষ হওয়ার পরেই দেশে ফিরে এসেছিলেন। অলিম্পিক ইতিহাসে টোকিয়ো গেমসে ভারত সবথেকে বেশি পদক জয় করেছে। এবছর তারা সবথেকে বেশি সাতটি পদক জয় করেছে। তারমধ্যে রয়েছে একটা সোনা, দুটো রুপো এবং চারটে ব্রোঞ্জ পদক করেছে। (বিস্তারিত আসছে...)


from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3ivgGyX
https://ift.tt/3yyZo9R
close