Top Ad

middle ad

গান্ধী মূর্তির পাদদেশে তাঁত বাঁচানোর আর্জি মহুয়ার

এই সময় ডিজিটাল ডেস্ক: পরনে নদিয়ার শান্তিপুরের হ্যান্ডলুম শাড়ি। হাতে ধরা বোর্ডে লেখা 'প্রটেকশন, প্রমোশন, প্রগ্রেশন অফ দ্য হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস'। জাতীয় হ্যান্ডলুম দিবসে অভিনব উপায়ে নেটিজেনদের স্বদেশী শাড়ি পরার আবেদন জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার ওই অভিনব চিত্র দেখা গেল নেটপাড়ায়। পার্লামেন্টের আইকনিক গান্ধী মূর্তির সামনে দাঁড়িয়ে মহুয়া মৈত্র, জয়া বচ্চনরা। প্রত্যেকের পরনে হ্যান্ডলুম শাড়ি। মুখে মাস্ক। করোনা বিধি মেনেই দেশীয় শাড়ি পরে তাঁত শিল্পীদের সাহায্য করার ওই আর্জি ইতিমধ্যেই ভাইরাল। এ দিন রাজনীতিকদের কারও হাতে 'গো স্বদেশ' লেখা বোর্ড ছিল, কারও হাতে আবার 'সেভ আওয়ার লেগাসি' লেখা। মহুয়া নিজের ফেসবুক প্রোফাইলে ওই ছবি আপলোড করে লেখেন, 'বিশ্ব হ্যান্ডলুম দিবসের শুভেচ্ছা। হ্যান্ডলুম পরুন, হ্যান্ডলুম শিল্প বাঁচান'। দেশের শিল্পীদের হয়ে অসাধারণ ওই প্রমোশন নেটিজেনদের মুগ্ধ করেছে তা বলাবাহুল্য। অনেকেই প্রশংসা করেছেন সাংসদদের ওই উদ্যোগকে। এক ফেসবুক ইউজার লেখেন, 'শান্তিপুরের তাঁত শিল্পকে তুলে ধরার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। এই শিল্পকে রক্ষা করার দায়িত্ব নেওয়ার জন্য কুর্ণিশ'। অপর এক ইউজার লেখেন, 'হ্যান্ডলুম শিল্প বাংলার গর্ব। তা অবশ্যই বাঁচানো দরকার'। উল্লেখযোগ্যভাবে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বেশ কিছু শিল্পীও এ দিন মহুয়ার ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন। -তে এহেন উদ্যোগ নেওয়ায় কেউ রাজনীতিক ধন্যবাদ জানিয়েছেন। কেউ এ দিন মনে করিয়ে দিয়েছেন, 'তাঁত শিল্পীদের অবস্থা খুবই শোচনীয়'। সুরাহার জন্য তাঁরা আর্জি জানিয়েছেন রাজনীতিকের কাছে।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3CuGCT6
https://ift.tt/3rYtPDP
Similar Videos