Top Ad

middle ad

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা পিকের

এই সময় ডিজিটাল ডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছেন ভোট কুশলী। অমরিন্দর সিংকে চিঠি দিয়ে একথা জানিয়েছেন তিনি। লিখেছেন, 'আপনি জানেন এই ভূমিকা থেকে আমি সাময়িকভাবে বিরতি নিতে চাইছি।' গত ২ মে বাংলার ফলাফল ঘোষণার পর প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, তিনি আর ভোটকুশলীর ভূমিকায় আর থাকতে চান না। এরই মধ্যে তাঁর এই পদক্ষেপ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাসে প্রশান্ত কিশোরকে নিজের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব দিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি একটি টুইট করে এই কথা জানিয়েছিলেন। প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রশান্ত কিশোর আমার মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। একসঙ্গে পঞ্জাবের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করব।' ২০১৭ সালে পঞ্জাবের বিধানসভা নির্বাচনের সময় অমরিন্দর সিংয়ের সঙ্গে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর। ১১৭টি আসনের মধ্যে ৭৭ টি আসনে জয়লাভ করে কংগ্রেস। এদিকে ২০২২ সালেই পঞ্জাবের বিধানসভা নির্বাচন। তার আগেই প্রশান্ত কিশোরের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত কয়েকমাসে একাধিক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। শরদ পওয়ার সঙ্গে তাঁর বৈঠকের পর তাঁর সক্রিয় রাজনীতিতে আসার জল্পনা তুঙ্গে ওঠে। এরই মধ্যে তিনি দেখা করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও। এরই মধ্যে উপদেষ্টা পদ ছাড়ায় তাঁর সক্রিয় রাজনীতিতে আসার জল্পনা আরও তুঙ্গে উঠেছে।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/2VnZhPX
https://ift.tt/3CiMO0n
Similar Videos