Top Ad

middle ad

'ঈশ্বর আছেন! কর্মফল তোমাকে ভুগতেই হবে', রিয়াকে তোপ সুশান্তের বোনের

'God is there! You will have to suffer the consequences of your actions', said Sushant's sister


Bengali News:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পর থেকেই ক্রমশ চড়ছে এই ঘটনায় উত্তেজনার পারদ। তা আরও চরম আকার নিয়েছে সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত সিবিআই-হাতে যাওয়ার পরে। জাতীয় সংবাদমাধ্যমে রিয়া চক্রবর্তীর সাক্ষাত্‍কারের পর এবার তাঁর প্রতি পালটা আক্রমণ শানালেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্‍কারে সুশান্তের পরিবারের দিকে অভিযোগের আঙুল তোলেন। সুশান্ত যখন অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন তাঁর পরিবারের কেউ তাঁর পাশে ছিলেন না বলে অভিযোগ করেন রিয়া। এই কথারই জবাব শুক্রবার সকালে ট্যুইট করে দিয়েছেন শ্বেতা। তাঁর ট্যুইটগুলিতে #Godiswithus #JusticeForSushantSinghRajput and #ArrestRheaNow হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি। তাঁর মৃত ভাইয়ের সম্পর্কে লোকের মনে খারাপ ধারণা তৈরি করার জন্য শ্বেতা সংবাদমাধ্যমকে ব্যবহার করছেন বলে অভিযোগ করেন শ্বেতা। সুশান্তকে মাদকাসক্ত প্রমাণ করে তিনি নিজেকে বাঁচাতে চাইছেন বলে অভিযোগ শ্বেতার। সুশান্তের পাশে সব সময়ই তাঁর পরিবার ছিল বলেও দাবি করেছেন শ্বেতা। কিন্তু রিয়ায়ই সুশান্তকে তাঁর পরিবারের সঙ্গে মিশতে দিত না বলে দাবি করেছেন তিনি। রিয়া সুশান্তকে মাদক খাইয়ে সবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বলে অভিযোগ করেন শ্বেতা।



চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে দেখা করতে সুশান্তকে রিয়া যেতে দিতে চাইতেন না বলেও অভিযোগ তাঁর। নিজের ট্যুইটে শ্বেতার অভিযোগ, 'জানুয়ারি মাসে ভাই রানি দিকে এসওএস কল করেছিল। তখনই ও বলে যে ওকে মাদক খাইয়ে সবার থেকে বিচ্ছিন্ন করে আটকে রাখা হচ্ছে। তারপরে ও চণ্ডীগড়ে যায়। সেই ২-৩ দিনের মধ্যে রিয়া ভাইকে ২৫ বার ফোন করে। কেন? ওকে মুম্বই ফেরানোর এমন কী তাড়া ছিল?' নিজের ট্যুইটে শ্বেতা সিং কীর্তি আরও বলেন যে সুশান্তের শরীর ভালো নয় শুনে তখনই আমেরিকা থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু সেখানে পৌঁছে সুশান্তে দেখা পাননি তিনি। কারণ, রিয়ার ফোনের তাড়ায় শ্বেতা চণ্ডীগড়ে পৌঁছনোর আগেই সেখান থেকে চলে যান সুশান্ত। শ্বেতা বলেন, 'আমার মনে হয়, ভাইয়ের সঙ্গে যদি কখনও রিয়ার দেখাই না হত, তাহলে কত ভালো হত। কাউকে না জানিয়ে তাঁকে মাদক খাওয়ানো আর তারপর তাঁকে বোঝানো যে তোমার শরীর ভালো নেই, তাঁকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া... এটা কোন লেভেলেন ম্যানিপুলেশন! নিজের আত্মাকে তুমি ক্ষমা করতে পারবে?' জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্‍কারে সুশান্ত মৃত্যু রহস্যে মূল কেন্দ্রীয় চরিত্র রিয়া দাবি করেন যে তিনি সুশান্তের জীবনের একমাত্র যে বিষয়টি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, তা হল তাঁর মাদকের নেশা। সুশান্তের বাবার উদ্দেশ্যে তিনি বলেন, 'সুশান্তের মৃত্যুতে আমি কি কম কষ্ট পেয়েছি? আমি তো ওর ছেলেকে ভালোবাসতাম। মানবিকতা বলে কি কিছু নেই। আমি ওনার ছেলের দেখাশোনা করেছি। আমাকে নিজের ছেলের বান্ধবী হিসেবে পছন্দ নাও করতে পারে, অন্তত আমার প্রতি নিজের ছেলের ভালোবাসাকে তো সম্মান দিতে পারে।' তাঁর প্রতি যে রকম "witch-hunt" করা হচ্ছে, তাতে একটা সাধারণ, নিরপরাধ, মধ্যবিত্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রিয়া।



from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/34E99qT
https://ift.tt/3lpVKc3
Similar Videos