'God is there! You will have to suffer the consequences of your actions', said Sushant's sister
চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে দেখা করতে সুশান্তকে রিয়া যেতে দিতে চাইতেন না বলেও অভিযোগ তাঁর। নিজের ট্যুইটে শ্বেতার অভিযোগ, 'জানুয়ারি মাসে ভাই রানি দিকে এসওএস কল করেছিল। তখনই ও বলে যে ওকে মাদক খাইয়ে সবার থেকে বিচ্ছিন্ন করে আটকে রাখা হচ্ছে। তারপরে ও চণ্ডীগড়ে যায়। সেই ২-৩ দিনের মধ্যে রিয়া ভাইকে ২৫ বার ফোন করে। কেন? ওকে মুম্বই ফেরানোর এমন কী তাড়া ছিল?' নিজের ট্যুইটে শ্বেতা সিং কীর্তি আরও বলেন যে সুশান্তের শরীর ভালো নয় শুনে তখনই আমেরিকা থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু সেখানে পৌঁছে সুশান্তে দেখা পাননি তিনি। কারণ, রিয়ার ফোনের তাড়ায় শ্বেতা চণ্ডীগড়ে পৌঁছনোর আগেই সেখান থেকে চলে যান সুশান্ত। শ্বেতা বলেন, 'আমার মনে হয়, ভাইয়ের সঙ্গে যদি কখনও রিয়ার দেখাই না হত, তাহলে কত ভালো হত। কাউকে না জানিয়ে তাঁকে মাদক খাওয়ানো আর তারপর তাঁকে বোঝানো যে তোমার শরীর ভালো নেই, তাঁকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া... এটা কোন লেভেলেন ম্যানিপুলেশন! নিজের আত্মাকে তুমি ক্ষমা করতে পারবে?' জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে সুশান্ত মৃত্যু রহস্যে মূল কেন্দ্রীয় চরিত্র রিয়া দাবি করেন যে তিনি সুশান্তের জীবনের একমাত্র যে বিষয়টি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, তা হল তাঁর মাদকের নেশা। সুশান্তের বাবার উদ্দেশ্যে তিনি বলেন, 'সুশান্তের মৃত্যুতে আমি কি কম কষ্ট পেয়েছি? আমি তো ওর ছেলেকে ভালোবাসতাম। মানবিকতা বলে কি কিছু নেই। আমি ওনার ছেলের দেখাশোনা করেছি। আমাকে নিজের ছেলের বান্ধবী হিসেবে পছন্দ নাও করতে পারে, অন্তত আমার প্রতি নিজের ছেলের ভালোবাসাকে তো সম্মান দিতে পারে।' তাঁর প্রতি যে রকম "witch-hunt" করা হচ্ছে, তাতে একটা সাধারণ, নিরপরাধ, মধ্যবিত্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন রিয়া।
from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/34E99qT
https://ift.tt/3lpVKc3