প্রয়াত প্রখ্যাত মরাঠি অভিনেত্রী আশালতা ওয়াবগাঁওকার। এই খবর প্রকাশিত হয়েছে মুম্বই মিরর-এ। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া মরাঠি ফিল্ম জগতে। সোনি মরাঠি টিভি চ্যানেলের শো 'Aai Majhi Kalubai-এ কাজ করছিলেন আশালতা। তাঁর সঙ্গে আরও কয়েকজন কলাকুশলীর সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়ে। অন্যরা সেরে উঠলেও কোভিডের বিরুদ্ধেলড়াইয়ে হেরে যান আশালতা ওয়াবগাঁওকার। মুম্বই মিরর-এর খবর অনুযায়ী এক সপ্তাহ আগেই করোনা টেস্টের ফল আসে। সংক্রমণ ধরা পড়ার পর থেকেই সংকটজনক অবস্থায় ছিলেন আশালতা। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ধীরে ধীরে সামান্য উন্নতি হলেও শেষ রক্ষা হয় না। ইন্ডাস্ট্রিতে আশালতার ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী অভিনেত্রী অলকা কুবাল এবং শো-এর প্রযোজক শেষ সময়ে তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন বলেই জানা গিয়েছে। আশালতা ওয়াবগাঁওকারের জন্ম এবং বড় হয়ে ওঠে গোয়ায়। গোয়ার হিন্দু অ্যাসোসিয়েশনের সঙ্গেও দীর্ঘ সময় যুক্ত ছিলেন তিনি। সুদীর্ঘ কেরিয়ারে ১০০-র বেশি হিন্দি এবং মরাঠি ছবিতে কাজ করেছেন তিনি। তবে কেরিয়ারের শুরু হয় কোঙ্কানি এবং মরাঠি নাটক দিয়ে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত। ট্যুইট করে তিনি লেখেন, ‘গোয়ার প্রখ্যাত শিল্পী আশালতা ওয়াবগাঁওকারের মৃত্যুতে শোকস্তব্ধ। ছবি এবং থিয়েটারে তাঁর অনবদ্য অভিনয় আগামী প্রজন্মকেও অনুপ্রেরণা দেবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ হিন্দি ছবির জগতে তিনি পা রেখেছিলেন চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের হাত ধরে। তাঁর প্রথম হিন্দি ছবি ছিল আপনে পরায়ে। এই ছবির জন্যেই তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ সহঅভিনেত্রীর জন্যে মনোনয়ন। চলতি বছরে একের পর এক মৃত্যুর খবর এসেছে চলচ্চিত্র জগত থেকে। শুরুটা হয়েছিল ইরফান খান এবং ঋষি কাপুরের মৃত্যু দিয়ে। এরপর একের পর শোক সংবাদ আছড়ে পড়ে আরব সাগরের তীরে। তবে সবচেয়ে বেশি চাঞ্চল্য ফেলে দেয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, যার হাত ধরে খুলে যায় বলিউডের প্যান্ডোরার বাক্স।
from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/3cnhGAg
https://ift.tt/2Hj1ZyJ