Top Ad

middle ad

'ও পৃথিবীর সেরা মানুষ ছিল, চেয়েছিলাম ছোট্ট সুশান্ত!' সম্পর্ক নিয়ে খোলামেলা রিয়া

'He was the best man in the world, I wanted little Sushant!' Rhea is open about the relationship

Bengali News:  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করলেও, এতদিন এ ব্যাপারে মুখ খোলেননি এই মামলায় অন্যতম অভিযুক্ত বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এ বার তিনি নীরবতা ভাঙলেন। সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍‌কারে তুলে ধরলেন তাঁর ও সুশান্তের সম্পর্কের কথা। বললেন, তিনি একটা 'ছোট সুশান্ত' চেয়েছিলেন, অবিকল প্রয়াত অভিনেতার মতো। সুশান্তই তাঁর চোখে পৃথিবীর সেরা মানুষ ছিলেন বলেও দাবি করেন রিয়া। সাক্ষাত্‍‌কারে রিয়া (Reha Chakravarthi) জানান, সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে কোনও আক্ষেপ নেই তাঁর। বরং তাঁর চোখে ছিঁছোড়ে স্টারই ছিলেন পৃথিবীর সেরা মানুষ। তাঁর মতোই একটা ছোট সুশান্তও নাকি চেয়েছিলেন ২৮ বছরের অভিনেত্রী। রিয়া জানিয়ে দেন যে, তিনি এই মামলায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। কারণ তাঁর বিশ্বাস, সুশান্ত কোনও না-কোনও জায়গা থেকে সবটা দেখছেন, এটাই তাঁর শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। মানুষ যাতে সব তথ্য যাচাই করে তাঁর দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করে, সেই আর্জিও জানিয়েছেন রিয়া। সাক্ষাৎকারে রিয়া ব্যঙ্গের সুরে বলেন, 'আমার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ আনাটাই শুধু বাকি ছিল।' তাঁর সঙ্গে আলাপ হওয়ার অনেক আগে থেকেই সুশান্ত মারিজুয়ানার নেশা করতেন বলে দাবি করেছেন রিয়া।



সুশান্তের (Sushant Singh Rajput) পরিবার যে তাঁকে প্রথম থেকে পছন্দ করে না, সে কথাও জানান রিয়া। তাঁর দাবি, সুশান্তের বাবা তাঁর মাকে অনেক অল্প ছেড়ে চলে যাওয়ায় তাঁর সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না প্রয়াত অভিনেতার। তবে সে সব সমীকরণ ভুলে রিয়া চাইতেন, প্রিয়জনদের সঙ্গে যেন সুসম্পর্ক তৈরি হয় সুশান্তের। যে প্রেমিকের জন্য এত চিন্তা, তাঁকে কেন ৮ জুন ছেড়ে গেলেন? রিয়ার দাবি, সুশান্তই চলে যেতে বলেছিলেন। সে সময় তিনিও থেরাপি করাচ্ছিলেন বলে জানিয়েছেন রিয়া। ৮ জুন সুশান্ত তাঁকে জানান, দিদি অর্থাৎ মিতু সিং আসছেন। রিয়া যেন বাড়ি ছেড়ে চলে যান। এর পরের ছ'দিন কী ঘটে, দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে অভিনেতার মৃত্যুর কী যোগ, এ ব্যাপারে তিনি সম্পূর্ণ আঁধারে বলেও দাবি করেছেন। রিয়ার দাবি, ২০১৩ সালে প্রথম অবসাদে আক্রান্ত হন সুশান্ত। তার পর ঠিক থাকলেও শেষের ক'মাস ফের ওষুধ খাচ্ছিলেন অভিনেতা। এ দিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর মামলায় শুক্রবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এ দিন সকাল ১০.৪০-এ DRDO-র অতিথিশালায় পৌঁছন রিয়া। তাঁর আগেই সেখানে পৌঁছে যান অভিনেত্রীর সহকারী স্যামুয়েল মিরান্ডা। রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।



from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/2QyY7v4
https://ift.tt/3gvZEfO
Similar Videos