Top Ad

middle ad

সাতদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে ‌দেশে, এই সময়ে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত

সাতদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে ‌দেশে, এই সময়ে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত 

Bengali News:  প্রণব মুখার্জির মৃত্যুতে ‌দেশে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। ঘোষণা করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে সাধারণভাবে তাই হয়। নিয়ম মেনেই, আজ সোমবার অর্থাৎ ৩১ আগস্ট থেকে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাষ্ট্রীয় শোক পালন। এই সময়ে দেশের জাতীয় পতাকা যেখানে যেখা উত্তোলন করা হয়, সেখানেই তা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সরকারি উদ্যোগে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সূত্রের খবর, শেষকৃত্য দিল্লিতেই হবে। এবং তাঁর অস্থি বিসর্জন হবে হরিদ্বারে। তবে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে কী ব্যবস্থা থাকবে, এব্যাপারে পাকাপাকি কোনও খবর মেলেনি এখনও। 



এদিন দিল্লির আর্মি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রণববাবু। ৯ আগস্ট বাড়িতে শৌচালয়ে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হন প্রণব মুখার্জি। মাথায় রক্ত জমাট বাঁধে। পরের দিন, ১০ আগস্ট দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা হলে দেখা যায় রিপোর্ট পজিটিভ। সেকথা নিজেই টুইটারে জানিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই দিনই মস্তিষ্কে অস্ত্রোপচার হয় তাঁর। এর পর থেকে কোমাতেই ছিলেন তিনি। ভেন্টিলেশন থেকেও বের করা যায়নি। মাঝেমধ্যে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। কখনও আবার না। চিকিৎসকরা জানিয়েছিলেন, ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর। কিডনির সমস্যাও দেখা দিয়েছে। রবিবার থেকেই ক্রমে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফুসফুসে সংক্রমণের কারণে সেপটিক শকে চলে গিয়েছিলেন। শত চেষ্টা করেও চিকিৎসকেরা বাঁচাতে পারলেন না বাংলা ও ভারতবর্ষের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন কংগ্রসের এই বিশিষ্ট নেতা। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি পদে বসানো হয়েছিল তাঁকে। ২০১৯ সালে ভারতরত্নে ভূষিত হন তিনি।



Similar Videos