Lowest rating on IMDb! Alia-Mahesh Bhatt's Sadak 2 ...
এর আগে সবচেয়ে খারাপ রেটিং পেয়েছে অজয় দেবগণের হিম্মতওয়ালা (১.৭), রাম গোপাল বর্মার আগ (১.৭), অভিষেক বচ্চনের দ্য লেজেন্ড অফ দ্রোনা (২) এবং হিমেশ রেশমিয়ার কর্জ। বেশিরভাগ ফিল্ম সমালোচকই ছবিকে বোরিং, টেরিবল এবং ল্যাকলাস্টার বলেছেন। ট্রেলার মুক্তি পেতেই নেটিজেনের একাংশের হাতে ভয়াবহ ট্রোল হতে হয়েছে সঞ্জয় দত্ত-আলিয়া ভাটের 'সড়ক ২'-কে। শুধুই ট্রোলিংই নয়, ইউটিউবে ছবির ট্রেলারে লাইকের চেয়ে ডিসলাইক কয়েকগুণ বেশি। যত সময় গড়িয়েছে, ইউটিউবের থাম্বনেলে লাইক ও ডিসলাইকের ফারাকটা আরও বেড়েছে। ফিল্ম ক্রিটিকদের মতে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং তারপর বলিউডে ওঠা নেপোটিজম ঝড়ের আঁচ পড়েছে 'সড়ক ২'-এর ট্রেলারে। তারজেরেই এই ট্রোলিং ও ডিসলাইকের বন্যা। মহেশ ভাটের এই ছবির ট্রেলারের বর্তমান ডিসলাইকের সংখ্যা ১.২ কোটি।
ডিসলাইকে এই ছবির ট্রেলার পিছনে ফেলে দিয়েছে জাস্টিন বাইবারের ‘Baby’-কেও। অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি Dil Bechara-কে এক অন্য শিখরে নিয়ে গিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত। এই ছবি দর্শকের মনে যেভাবে থেকে গেল, ভারতীয় সিনেমার ইতিহাসেও গড়ে তুলল রেকর্ড। শুক্রবার সন্ধে সাড়ে সাতটায় ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির ছবি 'দিল বেচারা'। IMDB এই ছবির রেটিং দিয়েছে দশে ৯.৯। অর্থাৎ, ১০।
from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/2Eu2Mfr
https://ift.tt/3lt5Yse