নেপালকে পুনরায় হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হোক, উঠছে দাবি

Demands are rising that Nepal should be declared a Hindu state again


নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি উঠেছে নেপালের অভ্যন্তরে। সাধারণ মানুষ এই দাবি করে আসছেন অনেক দিন থেকেই। এবার সেই একই দাবিতে সরব হলেন নেপালের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী কমল থাপা। তিনি ওই দাবি তোলেন নেপালের সংবিধান দিবসের দিন, অর্থাৎ গত ১৯শে সেপ্টেম্বর; এমনই খবর জানিয়েছে দৈনিক জাগরণ । প্রসঙ্গত, নেপাল ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়ে পড়ার পর থেকেই নেপালের বহু মানুষ চিন্তিত। কারণ নেপালের অর্থনীতি ভারতের ওপর নির্ভরশীল। ফলে এই বিবাদে নেপালের ক্ষতির আশঙ্কায় সরব হয়েছেন বিরোধী দলগুলি।



নেপালের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। এই পার্টি দীর্ঘদিন ধরেই নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রচার ও আন্দোলন চালিয়ে আসছে। এই দলেরই নেতা কমল থাপা। কিন্তু নেপালের কমিউনিস্ট দলগুলির জোট সরকার সেই দাবিকে মেনে না নেওয়ার পাশাপাশি দেশের মানুষের আবেগের মর্যাদাও দেয়নি। কমল থাপার দাবি, দেশের বৃহত্তর স্বার্থে দেশকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। কারণ রাষ্ট্রের পরিচয় মুছে যাওয়ার কারণে সরকারে থাকা কমিউনিস্ট নেতারা ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন। এর ফলে ভারতের মত দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছে নেপাল। তাঁর মতে, এই সীমান্ত বিবাদ নেপালের পক্ষে ক্ষতিকারক। তাই দেশের স্বার্থে নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি জানিয়েছেন কমল থাপা।


close