মোট আক্রান্তের নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে ভারত, একদিনে সংক্রমিত ৯০ হাজার ৬৩৩!

Bengali News:  মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্ব-তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। শনিবার মাঝরাতে ‘ওয়ার্ল্ডোমিটার্স’ দেখাচ্ছে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যাও পেরিয়েছে ৭০ হাজার। ভারত দ্বিতীয় স্থানে উঠে আসার পরে তিন নম্বরে নেমে গিয়েছে ব্রাজিল। সে দেশে আক্রান্তের সংখ্যা ৪০.৯৩ লক্ষ। শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৬৪ লক্ষেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯০,৬৩৩ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১,১৩,৮১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১০৬৫ জন করোনা আক্রান্ত রোগীর প্রাণ গিয়েছে। ফলে এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭০,৬২৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত ৯০,৬৩৩ জন। আপাতত যার ধারেকাছে নেই বিশ্বের কোনও দেশ।



টানা পঞ্চম দিনে মৃতের সংখ্যাও হাজারের উপরে রইল। সরকারি হিসেব অনুযায়ী, এক দিনে ১০৬৫ জন আক্রান্তের মৃত্যু হয়েছে দেশে। যার জেরে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭০ হাজারের পেরিয়ে চলে গিয়েছে। শুধু তাই নয়। ভারতে পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লক্ষ থেকে ৪০ লক্ষ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন! করোনা-বিধ্বস্ত মার্কিন মুলুকেও এর থেকে বেশি সময় লেগেছিল। দেশের এই করোনা-চিত্রের প্রসঙ্গ তুলেই এ দিন মোদী সরকারকে আক্রমণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর কথায়, 'ভারত-ই একমাত্র দেশ যারা লকডাউনের সুফল পাচ্ছে না।' দেশের এই পরিস্থিতির জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, 'নরেন্দ্র মোদী বলেছিলেন ২১ দিনেই করোনা দেশ থেকে বিদায় হবে। এখন তাঁর দেশবাসীকে বোঝানো উচিত কেন অন্য দেশ সফল হলেও সংক্রমণ রুখতে ভারত ব্যর্থ হল।' কিছুদিন আগে সংক্রমণের গতি দেখে চিদম্বরম আশঙ্কাপ্রকাশ করেছিলেন, সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো দেশে আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছুঁয়ে ফেলবে। এ দিন তিনি বললেন, 'ভুল বলেছিলাম। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে ৫৫ লক্ষ সেপ্টেম্বরের ২০ তারিখেই হয়ে যাবে। মাসের শেষে সংখ্যাটা ৬৫ লক্ষে পৌঁছে যেতে পারে।' সংক্রমণের এই বাড়বাড়ন্তের মধ্যে স্বস্তির খবর একটাই যে ২৫ মার্চের পর থেকে এখনও একবারের জন্যও সুস্থতার হার কমেনি।



এ দিন যা বেড়ে ৭৭.২৩ শতাংশে পৌঁছে গিয়েছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা যখন সাড়ে আট লক্ষের কাছাকাছি তখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩১ লক্ষের বেশি মানুষ। সুস্থতার নিরিখে জাতীয় গড়কেও ছাপিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। শনিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ৩,২৪৮ জন করোনা রোগীকে ছুটি দেওয়া হয়েছে। যার জেরে রাজ্যে সুস্থতার হার বেড়ে প্রায় ৮৫ শতাংশে পৌঁছে গিয়েছে। উলটো দিকে, এই নিয়ে টানা ১৩ দিন রাজ্যে 'অ্যাক্টিভ' রোগীর সংখ্যায় পতন অব্যাহত রইল।



from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3by20tN
https://ift.tt/35b0pJ6
close