Top Ad

middle ad

PM Modi Live: করোনা ভয়ঙ্কর আকার নিয়েছে: মোদী

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বেলাগাম সংক্রমণ। হু হু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন মোদী। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রাণ কাড়ল ১ হাজার ৭৬১ জনের। মৃত্যুর হারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত ভয়াবহ, মানছেন বিশেষজ্ঞরা।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৬১ জন। লাইভ আপডেট: > দেশে সবচেয়ে বড় টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে: মোদী > ওষুধের উৎপাদন বাড়িয়েছে সংস্থাগুলি। আমাদের বিজ্ঞানীরা দিনরাত এক করে কাজ করছে: মোদী > করোনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কঠিন সময়ে ধৈর্য্য় হারালে চলবে না: মোদী > করোনা মোকাবিলায় গোটা দেশ দিনরাত এক করে কাজ করছে : মোদী > স্বজনহারাদের পাশে রয়েছি : মোদী > সব চিকিৎসক, নার্সদের সেলাম জানাচ্ছি: মোদী > করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ: মোদী > রাত ৮টা ৪৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ মোদীর।


from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/2P9q27I
https://ift.tt/32vn4NN
Similar Videos